বিনোদন ডেস্ক: নেটিজেনদের কটাক্ষের শিকার হওয়া তারকাদের জন্য নতুন কিছু নয়। বিভিন্ন কারণে নেটাগরিকদের নিন্দার মুখে পড়েন তারা। এবার এ দশা হলো ভারতীয় অভিনেত্রী শ্রেয়া ধন্বন্তরির। অন্তর্বাস না পরায় কটাক্ষের শিকার হচ্ছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ইনস্টাগ্রামে কয়েকটি ছবি প্রকাশ করেছেন শ্রেয়া। কখনও দাঁড়িয়ে কখনও বসে। কিছু ছবিতে পরে আছেন শুধুই একটি সাদা শার্ট। ‘দ্য ফ্যামিলি ম্যান’ অভিনেত্রীর উস্কোখুস্কো খোলা চুল কাঁধ বেয়ে নেমেছে বুকের একপাশে। ঢিলেঢালা শার্টের ওপরের দিকের সব বোতাম খোলা। অন্তর্বাস নেই। উন্মুক্ত উচ্ছল স্তনদ্বয়ই নিন্দকদের রোষের কারণ।
যদিও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন সকলেই। শার্টের নিচের দিকে অবশ্য একটি বোতাম আটকানো। দাঁড়ানো ছবিতে শার্টের একপাশ গোঁজা রয়েছে কালো স্কার্টে। সেভাবেই ছবি দিয়ে নেটদুনিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী। শ্রেয়ার এই রূপ দেখে ঘুম চলে গেছে অনুরাগীদের। কেউ বললেন, “ভাষা হারালাম!” কেউ আবার আগুনের ইমোজি এঁকে লিখলেন, ‘মারাত্বক!’ শ্রেয়ার ‘দুঃসাহসী’ ছবি ভাইরাল সমাজমাধ্যমে।
শ্রেয়া এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছে ওটিটি মাধ্যমে। ‘স্ক্যাম ১৯৯২’ এবং ‘দ্য ফ্যামিলি ম্যান’-এ অভিনয় করে এরইমধ্যে তারকা খ্যাতি পেয়েছেন তিনি।
Leave a Reply