1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
রবিবার, ১১ মে ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন

আজকের শিশুরাই বঙ্গবন্ধুর মত বড় মানুষ হবে: আসাদ

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ২৫৪ বার পড়া হয়েছে

স্টাফ ‍রিপোর্টার: জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত বড় মানুষ হবে। তাদেরকে সেভাবেই গড়ে তুলতে হবে। প্রতিটি শিশু যাতে দেশপ্রেম নিয়ে গড়ে ওঠে সেজন্য অভিভাবকদের দায়িত্ব পালন করতে হবে। আমরা যারা আজকে সমাজের বিভিন্ন পর্যায়ে রয়েছি তাদেরকেও এই দায়িত্ব পালন করতে হবে।

শনিবার (২৬ আগস্ট) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ অডিটরিয়ামে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস স্মরণে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদ বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ। আজকের শিশুদের আগামী দিনের বঙ্গবন্ধু হিসেবে গড়ে উঠতে হবে। যেন দেশপ্রেমিক হয়, দেশের প্রতি চেতনা ও মমতা থাকে সেই হিসেবে গড়ে তুলতে হবে। আজকের শিশুদের খেলাধুলা, শরীরচর্চা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, শিক্ষকদের কথা মান্য করা, অভিভাবকদের কথা মান্য করা এবং প্রতিটি শিশুকে নিয়ম মেনে চলা শেখাতে হবে। গুরুজনদের শ্রদ্ধা করতে শেখাতে হবে। সবাইকেই উন্নত মানবিক গুণাবলি সম্পন্ন হতে হবে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ আছে। সেই আদর্শ নিয়েই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। এই বাংলাদেশ বিনির্মানের জন্যই আজকের শিশুদের গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও কাকনহাট পৌর মেয়র আতাউর রহমান, বাঘা-চারঘাটের সাবেক এমপি রায়হানুল হক, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বদরুজ্জামান রবু মিয়া, সাবেক ছাত্রনেতা মিরাজুল ইসলাম, ছাত্রনেতা কামরান ইয়ামিন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ, তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী, জেলা আওয়ামী লীগের সাবেক নেতা এমদাদ মাস্টার, জেলা কৃষকলীগের সভাপতি তাজবুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক সিরাতুন শাহীন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শফিকুজ্জামান শফিক,  জেলা আওয়ামী লীগের সদস্য শরিফুল ইসলাম, জেলা যুবলীগের প্রচার সম্পাদক রফিকুজ্জামান রফিক, জেলা কৃষক লীগের সহ-সভাপতি আবুল হোসেন,  জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিবসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট