জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক আজ বুধবার অনুষ্ঠিত হবে। বৈঠকে মোংলা বন্দরের পশুর চ্যানেলে সংরক্ষণ ড্রেজিং প্রকল্পসহ ১০ প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এর মধ্যে নতুন ৬টি প্রকল্প এবং সংশোধিত ৪টি প্রকল্প উপস্থাপন করা হবে।
এ ছাড়া একনেকে অবহিত করার জন্য আরও ৯টি প্রকল্প উপস্থাপন করা হবে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে হবে। বৈঠকে একনেক চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সভায় সভাপতিত্ব করবেন। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করবেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
একনেক বৈঠকে সংশোধনসহ ১০ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৪০১ কোটি টাকা। এর মধ্যে সরকারের অর্থায়ন ৩ হাজার ৯০৬ কোটি ৩৭ লাখ টাকা। প্রকল্পে ঋণ ৮৬ কোটি ৬১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থাকছে ৪০৮ কোটি ৯২ লাখ টাকা।
পরিকল্পনা কমিশনের একনেক উইং সূত্রে জানা গেছে, একনেকে অনুমোদনের জন্য ভৌত অবকাঠামো বিভাগের ৫টি প্রকল্প, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের ৩টি, শিল্প ও শক্তি বিভাগের একটি এবং আর্থ ও সামাজিক অবকাঠামো বিভাগের একটি প্রকল্প উপস্থাপন করা হবে। এসব প্রকল্পের মধ্যে সরকার জোগান দেবে (জিওবি) ৬টিতে, জিওবি ও প্রকল্প ঋণের অর্থায়নে ২টি এবং জিওবি ও সংস্থার অর্থায়নে ২টি প্রকল্পে অর্থায়ন করা হবে।
ভৌত অবকাঠামো বিভাগের পাঁচটি প্রকল্প হলো-চট্টগ্রাম কর ভবন নির্মাণ প্রকল্প; মোংলা বন্দরের পশুর চ্যানেলে সংরক্ষণ ড্রেজিং প্রকল্প; মোংলা বন্দরের জন্য সহায়ক জলযান সংগ্রহ প্রকল্প; এস্টাবলিশমেন্ট অব গ্লোবাল মেরিটাইম ডিসট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম অ্যান্ড ইনট্রিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম প্রকল্প; নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কন্টেইনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণ প্রকল্প।
কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের তিনটি প্রকল্প হলো-ডাল ও তৈলবীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প; সিলেটে বিভাগে ভূ-উপরিস্থ পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি প্রকল্প এবং দেশের দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ পুনর্নির্মাণ বা পুনর্বাসন প্রকল্প।
শিল্প ও শক্তি বিভাগের ডুপিটিলা-১ ও কৈলাশটিলা-৯ নং কূপ খনন প্রকল্প এবং আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের কনস্ট্রাকশন অব বাংলাদেশ বুডিস্ট মনাসট্রি কমপ্লেক্স এট লামবিনি কনভারশন এরিয়া, নেপাল প্রকল্প।
একনেকের উইং সূত্রে জানা গেছে, ইতিপূর্বে অনুমোদন দেওয়া ৯টি প্রকল্পের বিষয়ে অবগতির জন্য বৈঠকে উপস্থাপন করা হবে। সেগুলো হচ্ছে-রংপুর বিভাগীয় সদর দফতর কমপ্লেক্স বিভাগীয় কমিশনার ও ডিআইজির বাংলো নির্মাণ প্রকল্প; সরকারি কর্মচারী হাসপাতালকে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণ প্রকল্প; উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প; সমতলভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প; মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্প; আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প; পদ্মা বহুমুখী সেতুর ভাটিতে মুন্সীগঞ্জ জেলার লৌহজং ও টঙ্গিবাড়ী উপজেলাধীন বিভিন্ন স্থানে পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প; বাংলাদেশের সোনালী ঐতিহ্য মসলিনের সুতা তৈরির প্রযুক্তি ও মসলিন কাপড় পুনরুদ্ধার প্রকল্প এবং আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট।
Leave a Reply