স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর আরডিএ মার্কেটে অগ্নিকাণ্ডের খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
সোমবার (৮ জানুয়ারি) রাতে আরডিএ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন রাসিক মেয়র।
এ সময় রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
Leave a Reply