স্পোর্টস ডেস্ক: সম্প্রতি ব্রাজিলের তারকা ডিফেন্ডার দানি আলভেজের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। ঐ মহিলা অভিযোগ করেছেন বার্সেলোনার একটি নৈশ ক্লাবে আলভেজ তার শরীরের অন্তর্বাসে হাত দিয়েছিলেন। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন ৩৯ বছর বয়সী ব্রাজিলিয়ান এই তারকা।
বার্সেলোনার কেন্দ্রে ‘সেটান’ নামে এক নৈশ ক্লাবে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিরা নিয়মিতই যাতায়াত করেন। ৩১ ডিসেম্বর রাতে নতুন বছরকে স্বাগত জানাতে বন্ধুদের সঙ্গে সেই ক্লাবে হাজির ছিলেন দানি আলভেজ। ভোরের দিকে আলভেজ ঐ অভিযোগকারী মহিলার যৌন হেনস্থা করেন বলে অভিযোগ উঠেছে। নৈশ ক্লাবের কম আলোর সুযোগ নিয়ে আলভেজ অভিযোগকারী মহিলার অন্তর্বাসের ভেতরে হাত দেন। ঘটনা ঘটার পরপরই মহিলাটি অ্যালার্ম বাজিয়ে নিরাপত্তা কর্মীদের সতর্ক করে দেন। সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীরা সেই মহিলাকে একটি নিরাপদ স্থানে নিয়ে যায় ও পুলিশে খবর দেয়।
অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও অভিযোগকারী মহিলার সঙ্গে ঘটনাটি নিয়ে কথা বলেন। ততক্ষণে অবশ্য ঘটনাস্থল ছেড়ে চলে যান দানি আলভেজ।
কাতালান আঞ্চলিক পুলিশের মুখপাত্র মোসোস ডি এসকোয়াড্রা বলেছেন, ‘শনিবার ভোর রাতে বার্সেলোনার একটি নাইটক্লাবে হয়ে যাওয়া যৌন নির্যাতনের ঘটনাটির আমরা তদন্ত করছি। যে মহিলা অভিযোগটি করেছেন তার সাথে পুলিশ কথা বলেছে তবে তিনি এখনও থানায় একটি আনুষ্ঠানিক লিখিত অভিযোগ উপস্থাপন করেননি।’
তবে কাতালান পুলিশের পক্ষ থেকে এখনও দানি আলভেজকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। এই অভিযোগ ওঠার পর স্পেন ও মেক্সিকোর সংবাদ মাধ্যমে আলভেজের ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। বিভিন্ন পত্রিকায় এইরকম খবর আসার পর অনেকে মনে করেছিলেন মেক্সিকান ক্লাব ‘ইউএনএএম’ আর নতুন করে আলভেজের সঙ্গে চুক্তি করবে না।
তবে সকল অভিযোগ অস্বীকার করে আলভেজ জানান, সবকিছু ঠিক থাকলে পিউমা ডাকনামের ক্লাবটির সঙ্গে শিগগিরই নতুন চুক্তি করবেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্ট দিয়ে পুরো ব্যাপারটা সহজ করে জানিয়ে দিয়েছেন আলভেজ। তিনি লিখেছেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম কিন্তু আমি এমন কোনো কাজ করিনি। সবকিছু ঠিকঠাক থাকলে আমি মেক্সিকান ক্লাব ইউএনএম পুমাসের সঙ্গে খুব শিগগিরই চুক্তি নবায়ন করতে যাচ্ছি। শিগগিরই দেখা হচ্ছে। আমি জানি না তারা কোন ধরনের মানুষকে সামলাতে অভ্যস্ত। আমি কিন্তু হাল ছাড়ার পাত্র নই।’
Leave a Reply