1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
বুধবার, ০৭ মে ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন

আষাঢ়ে পাট চাষে করণীয়

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১১৪ বার পড়া হয়েছে

কৃষি ডেস্ক: আষাঢ় মাসে পাট চাষের বিষয়ে পরামর্শ দিয়েছে কৃষি তথ্য সার্ভিস। এরমধ্যে রয়েছে পাট পচানোর নিয়ম। বীজ সংগ্রহ ইত্যাদি। পরামর্শগুলো নিচে তুলে ধরা হলো-

পাট চাষে করণীয়

১. গাছের বয়স চার মাস হলে ক্ষেতের পাট কেটে নিতে হবে।

২. পাট গাছ কাটার পর চিকন ও মোটা পাট গাছ আলাদা করে আঁটি বেঁধে দুই-তিনদিন দাঁড় করিয়ে রাখতে হবে।

৩. পাতা ঝরে গেলে ৩-৪ দিন পাট গাছগুলোর গোড়া এক ফুট পানিতে ডুবিয়ে রাখার পর পরিষ্কার পানিতে জাগ দিতে হবে।

৪. পাট পচে গেলে পানিতে আঁটি ভাসিয়ে আঁশ ছাড়ানোর ব্যবস্থা নিতে হবে। এতে পাটের আঁশের গুণাগুণ ভালো থাকবে।

৫. ছাড়ানো আঁশ পরিষ্কার পানিতে ধুয়ে বাঁশের আড়ে শুকাতে হবে।

পাটের বীজ উৎপাদন

পাটের বীজ উৎপাদনের জন্য ১০০ দিন বয়সের পাট গাছের এক থেকে দেড় ফুট ডগা কেটে নিয়ে দুটি গিটসহ ৩-৪ টুকরা করে ভেজা জমিতে দক্ষিণামুখী কাত করে রোপণ করতে হবে। রোপণ করা টুকরোগুলো থেকে ডালপালা বের হয়ে নতুন চারা হবে। পরবর্তীতে এসব চারায় প্রচুর ফল ধরবে এবং তা থেকে বীজ পাওয়া যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট