স্টাফ রিপোর্টার, পুঠিয়া: রাজশাহীর পুঠিয়ায় রুবেল হোসেন নামে এক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারে গিয়ে হামলায় দুই পুলিশ আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জুন) বেলা ২টার দিকে উপজেলার গাওপাড়া ঢালান এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত রুবেল ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
আহত পুলিশ সদস্যরা হলেন পুঠিয়া থানার এসআই সেলিম রেজা ও রবিউল ইসলাম। পুলিশের দাবি, আসামিসহ তার পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা চালালে দুই পুলিশ সদস্য আহত হন। পরে খবর পেয়ে থানার অতিরিক্ত পুলিশ গিয়ে সাজাপ্রাপ্ত আসামি রুবেলকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন বলেন, নারী ঘটিত মামলায় রুবেলের এক বছরের সাজা হয়। দীর্ঘদিন থেকে সে পলাতক। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তারে তার বাড়িতে অভিযান চালায় এসআই সেলিম রেজা ও রবিউল ইসলাম। বিষয়টি টের পেয়ে আসামি রুবেল, তার মা, বউ ও ভাবি মিলে দুই কর্মকর্তার ওপর হামলা করে। এতে দুইজনই আহত হন।
তিনি আরও বলেন, হামলার পর অতিরিক্ত পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হলেও পুলিশের ওপর হামলাকারীরা পালিয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তার পরামর্শে হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply