স্টাফ রিপোর্টার : উত্তরবঙ্গে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহে নেসকোর সঙ্গে চুক্তি সই করেছে দেশীয় কোম্পানি রিভেরি। রাজশাহী ও রংপুর জোনের বিতরণ ব্যবস্থার সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করে গ্রাহক পর্যায়ে নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিতের লক্ষে পৃথক ৩টি চুক্তি স্বাক্ষর করেছে নেসকো ও রিভেরি।
বিকেলে নগরীর কাজীহাটার একটি রেস্তরায় নেসকোর রাজশাহী প্রকল্প পরিচালক এ বি এম হামিদুর রহমান, রংপুর জোনের প্রকল্প পরিচালক ডি এম আবুহেনা মোস্তফা কামাল ও রিভেরির এমডি জাহাঙ্গীর আল জিলানি এ চুক্তি স্বাক্ষর করেন। এক বছর মেয়াদি এ চুক্তি অনুয়ায়ী ‘’নেসকোর আওতাধীন রাজশাহী ও রংপুর জোনে বিদ্যুত উপকেন্দ্র নির্মাণ ও পুনর্বাসন ’ শীর্ষক প্রকল্পের অধীনে ৫ টি উপকেন্দ্র ও বিদ্যুত সঞ্চালন লাইন নির্মাণের উদ্দেশে পাঁচটি সাবষ্টেশান তৈরী করবে রিভেরি ।
চুক্তি অনুযায়ী রিভেরি ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট এন্ড কন্সট্রাকশানের কাজ করবে। চুক্তিতে দেশীয় প্রতিষ্ঠান রিভেরির নিজস্ব ফেক্টরিতে উৎপাদিত ৮ টি ৩৩ কেভি, ১১ কেভি, ১০/১৩.৩৩ এমভিএ ট্রান্সফরমার ব্যাবহার করা হবে। এতে বৈদেশিক মুদ্রার উপর চাপ কমবে এবং দেশীয় ইলেক্ট্রিকাল বেইসড কোম্পানির সক্ষমতা বৃদ্ধি পাবে বল মনেকরেন কোম্পানির কর্মকর্তারা। একই সঙ্গে গ্রাহক পর্যায়ে বিদুত সরবরাহে গ্রাহক সেবার মান বাড়বে বলে মনে করছে নেসকো।
Leave a Reply