স্টাফ রিপোর্টার, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিতে হলে গিয়ে শিক্ষার্থীরা আহ্বান জানাচ্ছেন। এছাড়া হলের মসজিদ থেকে মাইকিং করে শিক্ষার্থীদের আন্দোলনে যোগদান করার আহবান জানিয়েছেন শিক্ষার্থীরা।
আজ রবিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলে শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি শহীদ মিনার থেকে মতিহার হলের পাশ দিয়ে বিশ্ববিদ্যালয়ের শাহ মুখদুম হল, নবাব আব্দুল লতিফ হল, শহীদ জিয়াউর রহমান হল, হবিবুর রহমান হলসহ বিশ্ববিদ্যালয়ের সব হলের পাশ দিয়ে ঘুরে আসে। সেখানে শিক্ষার্থীরা আন্দোলনে অংশগ্রহণের হলের শিক্ষার্থীদের আহ্বান জানান।
মসজিদে মাইকিংয়ের বিষয়ে সৈয়দ আমির আলী হলের আবাসিক শিক্ষার্থী রাহাত বলেন, হলের মসজিদ থেকে আন্দোলনে যোগ দিতে শিক্ষার্থীদের উদ্দেশে মাইকিং করা হয়েছে।
এর আগে, সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। পরে সাড়ে ১০টায় শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে উপাচার্য ভবনের সামনে বিক্ষোভ মিছিলটি বিক্ষোভ সমাবেশ রুপ নেয়।
সেখানে উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশে কথা বলতে আসলে অবরুদ্ধ হন। পরে সেখান থেকে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের শাবাস বাংলাদেশ মাঠে আসলে শিক্ষার্থীরা সেখানে তাদেরকে অবরুদ্ধ করেন। পরে সেখান থেকে চলে আসার পথে সিনেট ভবনের একপাশে উপাচার্যকে আবার অবরোধ করেন শিক্ষার্থীরা।
Leave a Reply