রেনেসাঁস নিউজ ডেস্ক: ঘটনাটি মেক্সিকোর। সেখানে একটি দৃষ্টিনন্দন সেতু উদ্বোধন করছিলেন মেক্সিকোর কুয়ের্নাভাকা শহরের মেয়র। এসময় হঠাৎই নতুন সেতুটি ভেঙে পড়ে মেয়রসহ প্রায় ২৪ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন মেয়র হোসে লুইস উরিওস্তেগুই। খবর দ্য গার্ডিয়ান ও ডেইলি মেইলের।
উদ্বোধনের সময় ভেঙে পড়া পথচারীদের এ সেতুটি নিয়ে একাধিক বিশ্ব গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে। সেতু ভেঙে পড়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মেয়র ও তার স্ত্রীসহ কয়েক ডজন লোক ১০ ফুট নিচে একটি পাথুরে নালার মধ্যে পড়ে যান। এতে বেশ কয়েকজনের হাঁড় ভেঙে গেছে, আহত হয়েছেন মেয়রের স্ত্রীও।
Leave a Reply