স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এক ঘণ্টার ব্যবধানে একইস্থানে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা ও সাড়ে ১০টার দিকে নগরভবন এলাকায় ককটেল বিস্ফোরণ হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ৯টার দিকে নগরভবনের সামনে প্রথমে একটি ককটেল কে বা কারা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এরপর রাত সাড়ে ১০টার দিকে আরও একটি ককটেল বিস্ফোরণ হয়।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এই ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা যায়নি।
Leave a Reply