স্টাফ রিপোর্টার: আজ শুক্রবার (২০ জানুয়ারি) রাজশাহী নগরীর বিভিন্ন বাজার ঘুরে পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে বাজার দর তুলে ধরা হলো:
বাজারে নতুন আলু কেজিতে বিক্রি হচ্ছে ৩০ টাকা, পুরাতন আলু ২০ টাকা। বেগুন কেজিতে ২০ থেকে ২৫ টাকা , ফুলকপি ২০ টাকা, বাধাকপি ২০ টাকা, ব্রোকলি ৩০, টমেটো ১৫ থেকে ২০ টাকায় ।শসা ২০ থেকে ৩০ টাকা কেজি, গাজর ২০ থেকে ২৫ টাকা, মিষ্টি কুমড়া ২৫ থেকে ৩০ টাকা এবং পালন শাক ১০ টাকা আটি।
রসুন ৭০থেকে ১২০ টাকা দেশি চায়না ১৮০ টাকা কেজি।আদা ৮০ টাকা কেজি, মরিচ -পাইকারি ৮০/৯০ খুচরা ১০০ টাকা কেজি মুড়িকাটা পেয়াজ পাইকারি ২২/২৩ খুচরা ২৫ টাকা কেজি।
ছোট পাংগাস ১৬০ থেকে১৮০ টাকা, বড় ধরনের পাংগাস ২২০ থেকে ২৩০ টাকা, দেশি শিং ৬০০ টাকা, হাইব্রিড ৪০০ টাকা, চিংড়ি ৬০০ থেকে ৭০০ টাকা কেজি, বড় ধরনের ইলিশ পাইকারি ১০০০ টাকা, খুচরা ১২০০ টাকা। ছোট ইলিশ ৫০০-৫৫০ টাকা।রুই ২৪০ থেকে ২৮০ টাকা
কাতল ২৪০ থেকে ২৮০ টাকা কেজি, মৃগেল ১৮০- থেকে ২০০ টাকা কেজি, তেলাপিয়া ১৮০ থেকে ২২০ টাকা কেজি, সিলভার কাপ ১২০ থেকে ২০০ টাকা কেজি।
এদিকে গরুর মাংস কেজিতে বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৬০টাকায় আর খাসির মাংস ১০০০ থেকে ১০৫০ টাকা।ব্রয়লার বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকা, সোনালী ২৩০ থেকে ২৪০ টাকা এবং লিয়ার ২৩০ টাকা কেজি।এছাড়া সাদা ডিমের হালি ৩৮ টাকা এব লাল ডিম ৪০ টাকা হালি।
Leave a Reply