1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
বুধবার, ০৭ মে ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন

এক নজরে ২০২২: অর্ধেক হতাশায় অর্ধেক আশায়

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ১১৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: বছর শেষ হতে চলল। হিসেবের খাতায় পুরো বছরের দিনলিপি। সাফল্য-ব্যর্থতার হিসাব-নিকাশ চলছে পুরোদমে। ২০২২ সাল কেমন কেটেছে ঢালিউডের? সুবাতাস বইছে নাকি এখনও মন্দাভাব বিরাজমান চলুন দেখে আসি এক পলকে।

বছরের প্রথম ৬ মাস: বছরের প্রথম ৬ মাসে সিনেমাহলে মুক্তি পেয়েছে ১৮টি সিনেমা। এরমধ্যে কোনোটিই তার লগ্নি ফেরত আনতে পারেনি। ৬ মাসে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হলো- ‘ছিটমহল’, ‘তোর মাঝেই আমার প্রেম’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’, ‘মাফিয়া’, ‘মুখোশ’, ‘শিমু’, ‘গুণিন’, ‘লকডাউন লাভ স্টোরি’, ‘জাল ছেঁড়ার সময়’, ‘গলুই’, ‘শান’, ‘বিদ্রোহী’, ‘বড্ড ভালোবাসি’, ‘পাপ-পুণ্য’, ‘আগামীকাল’, ‘বিক্ষোভ’, ‘অমানুষ’ এবং ‘তালাশ’।

বছরের শেষের ৬ মাস: বছরের অর্ধেক সময় হতাশায় কাটলেও বাকি সময়টুকু ভালোই কেটেছে বলা চলে। অনেক ক্ষেত্রে বরং প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। ১০ জুলাই মুক্তি পায় রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’। শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, ইয়াশ রোহান অভিনীত সিনেমাটি আলোড়ন তৈরি করে। দীর্ঘদিন পর দর্শকের ঢল নামে সিনেমাহলের টিকিট লাইনে। দেশের বাইরেও দারুণ ব্যবসা সিনেমাটি।

অনন্ত জলিল ও বর্ষা অভিনীত বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনার সিনেমা ‘দিন- দ্য ডে’ও মুক্তি পায় একই সময়ে। অনন্ত-রাফী-অনন্য তিনজনের কথার লড়াইয়ে জমে উঠে সিনেপাড়া। আলোচনায় চলে আসে ‘পরাণ’, ‘দিন- দ্য ডে’ ও ‘সাইকো’। ব্যবসার দিক থেকে পরাণের সঙ্গে পেরে উঠেনি বাকি দুটো সিনেমা।

২৯ জুলাই আসে ‘হাওয়া’ ঝড়। যদিও এটাকে ঢালিউডের দক্ষিণা বললে অত্যুক্তি হবে না। ‘সাদা সাদা কালা কালা’ গানের জনপ্রিয়তা ‘হাওয়া’র পালে অন্যরকম ঢেউ তোলে। মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ চমক জাগানিয়া ব্যবসা করে। দেশের বাইরেও ব্যাপক সাড়া ফেলে। বছরের শেষ দিকে কলকাতার প্রেক্ষাগৃহগুলোতে বড় পরিসরে মুক্তি পায় সিনেমাটি।

আলোচিত নায়ক-নায়িকা: অভিনেতাদের মধ্যে বছরজুড়ে আলোচনার শীর্ষে ছিলেন শরিফুল রাজ। ‘পরাণ’, ‘হাওয়া’, ‘দামাল’ দিয়ে দাপিয়ে বেড়িয়েছেন পুরোটা সময়। ব্যবসায়িক সফলতার পাশাপাশি দর্শকপ্রিয় হয় তার লুক ও অভিনয়। বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে রাজ অভিনীত ৩ ছবি ‘পরাণ’, ‘হাওয়া’, ‘দামাল’ পাশাপাশি চলেছে। অভিনেত্রীদের মধ্যে আলোচনায় ছিলেন বিদ্যা সিনহা মিম। ‘পরাণ’ ও ‘দামাল’ দিয়ে নিজের অভিনয় প্রতিভা ফুটিয়ে তুলেছেন নতুন করে।

চঞ্চল চৌধুরী ও শাকিব খান: ২০২২ সাল চঞ্চল চৌধুরীর অভিনয় জীবনের অন্যতম বছর হিসেবে লেখা থাকবে। এই বছর তার অভিনীত ২টি সিনেমা ‘পাপ-পুণ্য’ ও ‘হাওয়া’ মুক্তি পেয়েছে। এরমধ্যে ‘হাওয়া’ বছরের সবচেয়ে সুপারহিট ব্যবসাসফল সিনেমার তালিকায় রয়েছে। এই সিনেমায় তার অভিনয় দেশ- বিদেশে প্রশংসিত হয়েছে। তবে অন্য সিনেমা ‘পাপ-পুণ্য’ দর্শকদের মধ্যে তেমন একটা সাড়া ফেলতে পারেনি। এছাড়া কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের হয়ে চঞ্চল চৌধুরীকে বলিউড তারকা শাহরুখ খান ও অমিতাভ বচ্চনের সঙ্গে এক ফ্রেমে দেখা গেছে।

এ বছর বাংলা চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘গলুই’ ও ‘বিদ্রোহী’ নামে দুটি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমা ২টির মধ্যে সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমাটি দর্শকদের কাছে মোটামুটি আলোচনায় ছিল। একই সময়ে মুক্তিপাওয়া ‘বিদ্রোহী’ সিনেমাটি দর্শকদের মধ্যে তেমন সাড়া ফেলতে পারেনি। দর্শকপ্রিয় এই নায়কের সিনেমার চেয়ে ব্যক্তি জীবনের বিয়ে, সন্তান- এই বিষয়গুলো বেশি আলোচনায় এসেছে।

জয়ার বলিউড যাত্রা ও সিয়ামের ৪ সিনেমা: এ বছর জয়া আহসান অভিনীত ১টি মাত্র সিনেমা ‘বিউটি সার্কাস’ মুক্তি পেয়েছে। সিনেমায় তার অভিনয় প্রশংসিত হলেও সিনেমাটি তেমন ব্যবসা সফলতা পায়নি। এছাড়া, জয়া আহসান আলোচনায় ছিলেন প্রথমবারের মতো হিন্দি সিনেমায় অভিনয় করার কারণে। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত হিন্দি সিনেমায় জয়া আহসান অভিনয় করছেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে। এ বছর সিয়াম আহমেদ অভিনীত ৪টি সিনেমা – ‘শান’, ‘পাপ-পুণ্য’, ‘অপারেশন সুন্দরবন’ ও ‘দামাল’ মুক্তি পেয়েছে। সিনেমাগুলোর মধ্যে ‘শান’ সিনেমাটি তার অভিনীত সিনেমার মধ্যে সবচেয়ে আলোচিত হয়েছে। ‘দামাল’ সিনেমায় অনবদ্য অভিনয় করলেও সিনেমাটি তেমনভাবে দর্শকদের মধ্যে সাড়া ফেলতে পারেনি।

সম্ভাবনাময় পূজা: নতুন প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরি অভিনীত ৪টি সিনেমা- ‘গলুই’, ‘শান’, ‘সাইকো’ ও ‘হৃদিতা’ মুক্তি পেয়েছে। সিনেমাগুলোর মধ্যে ‘গলুই’ ও ‘শান’ কিছুটা আলোচনায় ছিল। অন্য দুটি সিনেমা তেমনভাবে সাড়া ফেলতে পারেনি। চলতি বছরের এক নম্বর নায়িকার আসনে থাকার সব সম্ভাবনা থাকলেও ব্যক্তি জীবনের কিছু বিষয় নিয়ে আলোচনা, সমালোচনা তাকে অনেকখানি পিছিয়ে দিয়েছে।

নতুনদের মধ্যে আলোচিত: নতুন প্রজন্মের চলচ্চিত্র নায়িকাদের মধ্যে এ বছর সবচেয়ে আলোচিত নাম নাজিফা তুষি। ‘হাওয়া’ সিনেমায় তার অভিনয় দর্শকদের মোহিত করেছে। এছাড়া ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় নজরকাড়া অভিনয় করেছেন চিত্রনায়ক রোশান।

বছরজুড়ে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো : বছরজুড়ে মুক্তিপ্রাপ্ত সিনেমার তালিকায় রয়েছে- ‘ছিটমহল’, ‘তোর মাঝেই আমার প্রেম’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’, ‘মাফিয়া- ১’, ‘মুখোশ’, ‘শিমু’ (মেইড ইন বাংলাদেশ), ‘গুণিন’, ‘লকডাউন লাভ স্টোরি’, ‘জাল ছেঁড়ার সময়’, ‘গলুই’, ‘শান’, ‘বিদ্রোহী’, ‘বড্ড ভালোবাসি’, ‘পাপ পুণ্য’, ‘আগামীকাল’, ‘বিক্ষোভ’, ‘তালাশ’, ‘অমানুষ’, ‘পরাণ’, ‘দিন- দ্য ডে’, ‘সাইকো’, ‘কার্নিশ’, ‘যা হারিয়ে যায়’, ‘হাওয়া’, ‘আশীর্বাদ’, ‘ভাইয়া রে’, ‘লাইভ’, ‘বীরত্ব’, ‘অপারেশন সুন্দরবন’, ‘বিউটি সার্কাস’, ‘ঈশা খাঁ’, ‘হৃদিতা’, ‘যাও পাখি বলো তারে’, ‘রাগী’, ‘জীবন পাখি’, ‘বসন্ত বিকেল’, ‘রোহিঙ্গা’, ‘দামাল’, ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’, ‘দেশান্তর’, ‘ভাঙন’, ‘মেইড ইন চিটাগং’, ‘ও মাই লাভ’, ‘হডসনের বন্দুক’, ‘জয় বাংলা’, ‘৭১ এর একখণ্ড ইতিহাস’, ‘পায়ের ছাপ’, ‘কাগজ’, ‘বীরাঙ্গনা ৭১’ ও ‘মেঘ রোদ্দুর খেলা’।-ঢাকা পোস্ট

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট