দেশজুড়ে ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর লঞ্চঘাট এলাকায় এক জেলের জালে ১৩ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে। যার দাম হয়েছে ১৭ হাজার ৫৫০ টাকা! বৃহস্পতিবার ভোরে ররাজবাড়ীর জেলে মনি হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জেলে মনি হালদার জানান, বুধবার রাতে কয়েকজন সহযোগী নিয়ে মাছ ধরার জন্য বের হয়ে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মানদীর লঞ্চঘাট এলাকায় যাই। সেখানে নদীতে জাল পেতে মাছ ধরার জন্য বসে থাকি। রাতে কোনো মাছ ধরা না পড়ায় আরো কিছু সময় ধৈর্য নিয়ে বসে থাকি। বৃহস্পতিবার ভোরের দিকে জালে জোরে একটা ধাক্কা মারলে বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে।
একটু সময় নিয়ে জাল তুলে দেখি বিশাল আকৃতির একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে। সকালের দিকে বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহানের কাছে ১ হাজার ৩শ টাকা কেজি দরে মোট ১৭ হাজার ৫৫০ টাকায় মাছটি বিক্রি করে দেই।-যুগান্তর
Leave a Reply