1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন

এক শহরে এক রাতেই ৫০ বিয়ে!

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১৯০ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

দেশজুড়ে ডেস্ক : ফাল্গুনের বাকি আর মাত্র ৬ দিন। আসছে চৈত্র মাস। হিন্দুরীতি অনুযায়ী চৈত্রে কোনো শুভদিন নেই বিয়ের জন্য। ফলে একটি শুভদিনের জন্য অপেক্ষা করতে হবে আরও দেড়মাস, অর্থাৎ বৈশাখ। তাইতো কালবিলম্ব না করে ছেলে-মেয়ে, ভাই কিংবা বোনের বিয়ের জন্য বৃহস্পতিবার (৯ মার্চ) দিনটিকে বেছে নিয়েছে শেরপুরের অন্তত ১০০ পরিবার।

বৃহস্পতিবার জেলা শহরে এক রাতে হিন্দু সম্প্রদায়ের ৫০টি বিয়ে সম্পন্ন হয়েছে। এতে একদিকে যেমন পুরোহিত সঙ্কট দেখা দিয়েছে অন্যদিকে ছিল বাড়তি চাহিদা ছিল বাজনাওয়ালাদের।

গণমাধ্যমকে পুরোহিত বাবলু গোস্বামী ও বাবু চক্রবর্তী ৫০টি বিয়ের তথ্য নিশ্চিত করেছেন।

পুরোহিত ও বিয়েবাড়ির লোকজন জানিয়েছেন, হিন্দু পঞ্জিকামতে আগামী ১৬ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাংলা ১৪২৯ সালের চৈত্র মাস। হিন্দু ধর্মীয় শাস্ত্র অনুযায়ী চৈত্র মাসে বিয়ের অনুষ্ঠান হয় না। কিন্তু গত ২৪ ফাল্গুন বৃহস্পতিবার ছিল বাংলা ১৪২৯ সালের হিন্দু সম্প্রদায়ের ছেলে-মেয়ের বিয়ের শেষ শুভদিন।

এদিন বিয়ে না হলে বিয়ের পরবর্তী দিনক্ষণের জন্য ১৪৩০ সালের বৈশাখ মাস পর্যন্ত। অর্থাৎ আরও প্রায় দেড়মাস অপেক্ষা করতে হবে। তাই ছেলে-মেয়ের অভিভাবকেরা নিজ সন্তানদের চলতি ফাল্গুন মাসের শেষ শুভ দিনটিতে বিয়ে দেওয়ার জন্য ওঠে পড়ে লেগেছিলেন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে শেরপুর শহরের বিভিন্ন এলাকায় প্রায় অর্ধশত হিন্দু বিয়ে অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে বিয়েবাড়ি ও কমিউনিটি সেন্টারগুলো আলো ও বাজনায় মুখরিত হয়ে ওঠে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট