স্পোর্টস ডেস্ক: এশিয়ান জুনিয়র জিমন্যাস্টিকসের ভোল্টিং টেবিল ইভেন্টে বাংলাদেশ চতুর্থ হয়েছে। বাংলাদেশের জিমন্যাস্ট আহমেদ রাফি দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এই ইভেন্টে। ১৩ দশমিক ৭৫ স্কোর গড়ে তিনি যুগ্মভাবে তৃতীয় হন।
সিঙ্গাপুর থেকে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান বাবলু জানান, ‘ রাফি পজিশন রাউন্ডে তিন নম্বরই অবস্থান করছিল। দুই জনের স্কোর টাই হওয়ায় এক্সিকিউশন দেখেন জাজরা।
সেখানে রাফিকে চতুর্থ করা হয়েছে। ‘ যুগ্মভাবে তৃতীয় হলেও টাইব্রেকিংয়ে চতুর্থ হওয়ায় পদক পাবেন কিনা রাফি এটা নিশ্চিত নন ফেডারেশনের সাধারণ সম্পাদক।
দক্ষিণ কোরিয়ার কোচের অধীনে বাংলাদেশ নিবিড় অনুশীলন করছে। অলিম্পিকে পদক জেতানো কোচ বাংলাদেশের জুনিয়রদের উপর জোর দিয়েছেন। ফেডারেশনও জুনিয়র প্রতিযোগিতায় দল প্রেরণ করছে। বিশ্ব জুনিয়র জিমন্যাস্টিকসের পর এশিয়ান জুনিয়রে অংশগ্রহণ করল বাংলাদেশ।
এই টুর্নামেন্টে ভালো কিছুর আশা ছিল ফেডারেশনের। সেই আশা পুরোপুরি পুরণ হয়নি, ‘রাফি একমাত্র ফাইনাল পজিশনে খেলেছে অন্য ইভেন্টে আমরা কোয়ালিফাই করতে পারিনি।
আমাদের আরো অনুশীলনে মনোযোগ দিতে হবে ‘ সিঙ্গাপুর থেকে বলেন বাবলু। রাফি ভোল্টিং টেবিলে ভারত সহ অনেক দেশকে পেছনে ফেলেছেন। জিমন্যাস্টিকসে বাংলাদেশের সম্ভাবনা রয়েছে সেটি রাফি দেখিয়েছেন।
Leave a Reply