1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন

ওখোৎস্ক সাগরে ৬৭ দিন ভেসে ছিলেন তিনি, অতপর…  

বিচিত্র ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

রাশিয়ার পূর্বাঞ্চলের  ওখোৎস্ক সাগরে ৬৭ দিন ভেসে থাকার পর একজন রুশ নাগরিককে উদ্ধার করা হয়েছে। ৪৬ বছর বয়সী মিখাইল পিচুগিন নামে এক ব্যক্তিকে একটি মাছ ধরার নৌকার ক্রুরা খুঁজে পান। তার সাথে থাকা ভাই সের্গেই (৪৯) এবং ১৫ বছর বয়সী ভাগ্নে ইলিয়ার মৃতদেহ ওই নৌকাতেই পাওয়া যায়।

রুশ সংবাদমাধ্যম রিয়া নভোস্তিকে মিখাইলের স্ত্রী জানিয়েছেন, তারা তিমি দেখতে সাগরে গিয়েছিলেন এবং দুই সপ্তাহের খাদ্যসামগ্রী সাথে নিয়েছিলেন।

মিখাইলের ওজন সম্ভবত তার বেঁচে থাকার অন্যতম কারণ হতে পারে। যাত্রার সময় তার ওজন ছিল ১০০ কেজি আর উদ্ধার হওয়ার সময় এখন সেই ওজন মাত্র অর্ধেক।

তিনি আরও জানান, আমার স্বামী মিখাইলের বেঁচে যাওয়া যেন কোনও অলৌকিক ঘটনা। আমাদের মেয়ের প্রথমে এই যাত্রায় যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়।

মিখাইল পিচুগিন, তার ভাই ও ভাগ্নে নিখোঁজ হওয়ার পর একটি হেলিকপ্টার অভিযান তাদের সন্ধানে ব্যর্থ হয়। তবে গত সোমবার ওখোৎস্ক সাগরের কামচাটকা উপদ্বীপের কাছাকাছি মাছ ধরার নৌকার মাধ্যমে নৌকাটি আবিষ্কৃত হয়। প্রসিকিউটর অফিস থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, লাইফ জ্যাকেট পরা দাড়িওয়ালা মিখাইল ক্রুদের উদ্দেশ্যে চিৎকার করে বলছেন, “আমার আর কোনো শক্তি নেই। ” এরপর তাকে নিরাপদে উদ্ধার করা হয়।-বিবিসি

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট