1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন

ওয়ার্ল্ড জুনিয়র টেনিসে বাংলাদেশের জয়

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠেয় আইটিএফ ওয়ার্ল্ড জুনিয়র টেনিস প্রতিযোগিতার তৃতীয় দিনের খেলায় বাংলাদেশের বালিকা দল ২-১ ম্যাচে প্যাসিফিক ওশানিয়াকে পরাজিত করেছে। অপরদিকে গ্রুপ পর্বের শেষ খেলায় বালক দল ১-২ ম্যাচে কিরগিজস্তানের নিকট পরাজিত হয়।

প্রতিযোগিতার বালিকা এককের প্রথম ম্যাচে বাংলাদেশের সুমাইয়া আক্তার ৬-২, ৬-০ গেমে প্যাসিফিক ওশানিয়ার রিতি রংগোকে পরাজিতে করে। অপর এককে বাংলাদেশের হুমায়রা হায়দার জারা ৬-৭, ২-৬ গেমে প্যাসিফিক ওশানিয়ার ছলিতা হাকিনার নিকট পরাজিত হলে ১-১ ম্যাচে প্যাসিফিক ওশানিয়া সমতায় ফিরে আসে।

দ্বৈতের খেলায় বাংলাদেশের সুমাইয়া-জারা জুটি ৬-২, ৬-২ গেমে জয় লাভ করলে বাংলাদেশ বালিকা দল ২-১ ম্যাচে প্যাসিফিক ওশানিয়ার বিরুদ্ধে জয় লাভ করে। গ্রুপ পর্বে চার দলের মধ্যে তৃতীয় স্থান অধিকার করে বাংলাদেশ বালিকা দল ৫-৮ স্থান নির্ধারনী ম্যাচে আগামীকাল ম্যাকাও এর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে।

বালক বিভাগের প্রথম এককে বাংলাদেশের জাওয়াদ মোহাম্মদ ভূইয়া ২-৬, ৪-৬ গেমে কিরঘিজস্তানের রোমান কিম এর নিকট পরাজিত হওয়ার পর দ্বিতীয় এককে বাংলাদেশের তানভির মুন তুষার ২-৬, ৩-৬ গেমে কিরঘিজস্তানের ডেভিড মোগিলেসভস্কি এর নিকট পরাজিত হলে বাংলাদেশ ০-২ ম্যাচে পরাজিত হয়।

দ্বৈতের খেলায় বাংলাদেশের তানভির ও জায়াদ জুটি ৬-২, ৬-৪ গেমে প্রতিপক্ষ রিডভান ও লেইয়ানভ কে পরাজিত করলে বাংলাদেশ ১-২ ম্যাচে পরাজিত হয়। ফলে গ্রুপ পর্বে কিরঘিজস্তান, লেবানন ও বাংলাদেশ প্রত্যেকে ২টি করে ম্যাচ জয়ী হয়ে প্রত্যেকে ২ পয়েন্ট করে অর্জন করে।

কিন্তু সেট ও গেইম এর বিচারে কিরঘিজস্তান ও লেবানন কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। গ্রুপ পর্বে বাংলাদেশ বালক দল ৪টি দলের মধ্যে ৩ স্থান অধিকার করে ৯-১৪ স্থান নির্ধারনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট