1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
বুধবার, ০৭ মে ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ন

কর্মীদের ভয়ংকর বার্তা দিলেন ইলন মাস্ক

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৮৮ বার পড়া হয়েছে
ফা্ইল ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ইলন মাস্ক মাইক্রোব্লগিং সাইট টুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই অদ্ভুত সব আচরণ শুরু করেছেন। এমনিতেও মাঝরাতে কর্মীদের ইমেল পাঠানো ইলন মাস্কের ক্ষেত্রে নতুন কিছু নয়। তবে এবার রাত আড়াইটায় কর্মীদের ইমেল পাঠিয়েছেন তিনি। সেখানে দেওয়া হয়েছে চরম সতর্কবার্তা।

ইমেলে কর্মীদের বলা হয়েছে অফিসে এসে কাজ করা ‌‌‘অপশনাল’ নয়। বিষয়টা বাধ্যতামূলক। মূলত এই ইমেল পাঠানোর একদিন আগে টুইটারের সানফ্রান্সিকোর অফিস প্রায় অর্ধেক ফাঁকা ছিল। সেই খবর ইলন মাস্কের কাছে পৌঁছতেই কড়া সতর্কবার্তা দিয়েছেন কর্মীদের।

গতবছর অক্টোবর মাসের শেষের দিকে টুইটারের দায়িত্ব নিয়েছিলেন ইলন মাস্ক। তারপরই ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেন তিনি। প্রায় ৭৫০০ কর্মী থেকে টুইটারের কর্মী সংখ্যা নেমে আসে ২ হাজারে। কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি খরচ নিয়ন্ত্রণের জন্য একাধিক পদক্ষেপ নেন ইলন মাস্ক। সেই সঙ্গে কর্মীদের প্রতি সংস্থার আচরণেও আমূল বদল এসেছে। অফিসে কর্মীদের জন্য অনেক নতুন নিয়মও চালু হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট