স্টাফ রিপোর্টার: রাজশাহীতে মোবাইল ফোন নিয়ে কেদ্রের ভেতর প্রবেশ করায় দুই এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২ মে) বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে তাদরে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- বগুড়া জেলার আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোছা. আরজিনা জাহান ও বগুড়ার ভিকোনেরপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কুমারী শ্রাবন্তী রানী।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোডের্র উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মঞ্জুর রহমান খান বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ এসএসসি ও সমমান পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালে বগুড়া জেলার দুই পরীক্ষার্থী স্মার্ট ফোন নিয়ে প্রবেশ করেন। এ অপরাধে তাদের বহিষ্কার করা হয়েছে।
Leave a Reply