স্টাফ রিপোর্টার: বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে ’লিভ নো ওয়ান বিহাইন্ড’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালী করেছে বনলতা নার্সিং এন্ড মিডওয়াইফারি ইনস্টিটিউট। বাংলাদেশ ফুড এন্ড নিউট্রিশন অ্যাসোসিয়েশনের (বাফনা) আয়োজনে রবিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহীর বহরমপুর মোড় বনলতা ক্যাম্পাস থেকে র্যালীটি বের হয়ে লক্ষ্মীপুর মিন্টুচত্বর প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়। র্যালী শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বনলতা নার্সিং এন্ড মিডওয়াইফারি ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ বদর উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক মোঃ সায়মুম আহমেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ জুয়েল রানা, বাংলাদেশ ফুড এন্ড নিউট্রিশন অ্যাসোসিয়েশনের (বাফনা) বিজ্ঞান ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য মোঃ হাসিবুল হাসান, বনলতা নিউট্রিশন ক্লাবের সভাপতি অনিক, সহ-সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোসাঃ পিংকিসহ ইনস্টিটিউটের প্রশাসনিক কর্মকর্তা, সকল শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
Leave a Reply