বিচিত্র ডেস্ক: টানা ৩ হাজার ৭৩১ বার দড়ি লাফ দিয়ে দ্বিতীয়বারের মতো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন ফিলিপাইনের যুবক রিয়ান অ্যালোনজো। সম্প্রতি দড়ি লাফ দিয়ে দ্বিতীয়বারের মতো গিনেস রেকর্ডসে নাম লেখনা রিয়ান অ্যালোনজো।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিপাইনের ৩৫ বছর বয়সী এই ‘স্কিপম্যান’ টানা ৩ হাজার ৭৩১ বার দড়ি লাফ দিয়েছেন। এর আগে এই রেকর্ড ছিল ২ হাজার ৪০৫ বার লাফ দেয়ার।
রিয়ান অ্যালোনজো এর আগে ৪০ হাজার ৯৮০ বার দড়ি লাফ দিয়েছিলেন। ২০২১ সালে এ রেকর্ড করেন রিয়ান। সেই সময় ১২ ঘণ্টা লাফিয়েছিলেন। ওই রেকর্ড করার ক্ষেত্রে প্রতি একবার লাফে দুবার দড়ি পায়ের নিচ দিয়ে পার করেছেন তিনি।-রয়টার্স অবলম্বনে
Leave a Reply