1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
বুধবার, ০৭ মে ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ন

গুগল ‘গাইডিং স্টার’ হলেন রাজশাহী কলেজের সাবেক শিক্ষার্থী

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৩২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: চলতি বছর পৃথিবীর সকল দেশের লোকাল গাইডসদের কার্যক্রমের ওপর ভিত্তি করে পাঁচটি ক্যাটাগরিতে সর্বমোট ৫০ জনকে গাইডিং স্টার অ্যাওয়ার্ড দেওয়া হয়। তাদের মধ্যে রাজশাহী কলেজের সাবেক শিক্ষার্থী ও রাজশাহীর তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা নাহিদ হোসাইন ‘হেল্পফুল হিরো’ ক্যাটাগরিতে গাইডিং স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন। নাহিদ রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা বিভাগ থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেছেন।

বাংলাদেশ সময় বুধবার (৭ ডিসেম্বর) রাতে ক্যালিফোর্নিয়া থেকে পরিচালিত ইউটিউব প্রিমিয়ারের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। গাইডিং স্টারের অন্যরা হলেন ইনক্লুসিভ ম্যাপার ক্যাটাগরিতে ঢাকার শাফিউল ও ময়মনসিংহের আব্দুল্লাহ, হেল্পফুল হিরো ক্যাটাগরিতে কুমিল্লার মাহবুব ইসলাম ও চট্টগ্রামের সাইয়ান, কমিউনিটি বিল্ডার ক্যাটাগরিতে ঢাকার মুকুল ও লক্ষ্মীপুরের গাজি।

গুগলের তথ্য মতে, নাহিদ এই পর্যন্ত গুগল ম্যাপে ৪০০টির ও বেশি জায়গা যুক্ত করেছেন। ছবি আপলোড করেছেন পাঁচ হাজারেরও অধিক। আপলোড করা ছবির ভিউ সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮২ লাখ ৬৭ হাজার ৯৭০ এ।

গাইডিং স্টারে তালিকায় নাম আসার পর নাহিদ হোসেন বলেন, ‘প্রযুক্তির এই বিশাল জগতে বাংলা ভাষা এবং বাংলাদেশকে চিনিয়ে দিতেই মূলত প্রযুক্তি ভিত্তিক স্বেচ্ছাসেবার সাথে জড়িত হওয়া শুরু। দৈনন্দিন সমস্যায় প্রযুক্তি ব্যবহার করে সমাধান করার মধ্যে আনন্দ খুঁজে পাই। গুগল ম্যাপ এমনই একটা প্লাটফর্ম যেখানে আপনার একটু কন্ট্রিবিউশন অজান্তেই লাখ লাখ মানুষকে সহায়তা করে এবং এটা চলতেই থাকে।’

মানুষ যখন নিজের অর্থ, শ্রম, সময় খরচ করে অন্যের জন্য ভালো কিছু করার চেষ্টা করে, তখন সবচাইতে ভালোটা কিন্তু তার জন্যই ঘটে। প্রতিযোগিতাপূর্ণ বাজারের জন্য নতুন নতুন দক্ষতা অর্জনের জন্য স্বেচ্ছাসেবার থেকে ভালো কিছু আর হয় না বলেও মনে করেন এই লোকাল গাইড।

সূত্র জানাচ্ছে, গুগলের অন্যতম একটি পরিসেবা ‘গুগল লোকাল গাইডস’। সাম্প্রতিক সময়ে ক্রমেই বাড়ছে অনলাইন ম্যাপভিত্তিক এই প্ল্যাটফর্মের ব্যবহার। কিশোর-কিশোরী কিংবা যুবক-যুবতীই শুধু নয়, প্রায় সব বয়সী স্মার্টফোন ব্যবহারকারীর কাছেই বেশ জনপ্রিয় হয়ে উঠছে গুগলের এই সেবাটি।

এ অনলাইন প্ল্যাটফর্মে বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য ভলান্টিয়ার প্রতিনিয়ত ম্যাপ উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এসব লোকাল গাইডরা সার্বক্ষণিক সংযুক্ত এবং সংস্কার করে চলছেন গুগল ম্যাপ। গাইডদের কাজের স্বীকৃতিস্বরূপ সেরা লোকাল গাইডদের নিয়ে গুগল হেডকোয়ার্টারে বাৎসরিক সামিট আয়োজন শুরু করে গুগল।

সূত্র আর জানায়, ২০১৬ সাল থেকে নির্বাচিত সেরা লোকাল গাইডদের অনুষ্ঠান শুরু হলেও আয়োজনে ভাটা পড়ে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস। ২০২০ সাল থেকে বন্ধ হয়ে যায় গুগল হেডকোয়ার্টারের সামিট আয়োজন। ২০২১ সালে লোকাল গাইডসদের কাজের স্বীকৃতিস্বরূপ চালু করা হয় গাইডিং স্টার অ্যাওয়ার্ড।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট