স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সুমাইয়া মাহী নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যার পর উপজেলার আলোকছত্র গ্রামের মৃত নুরুল ইসলামের বাড়ির ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সুমাইয়া মাহীর বাবার নাম মিলন খান। বুধবার সকাল থেকে সুমাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
গোদাগাড়ী থানার পুলিশ জানায়, সকালে মৃত নুরুল ইসলামের ১১ বছর বয়সী ছেলের সঙ্গে খেলছিল সুমাইয়া। পরে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় সুমাইয়ার মা মেয়েকে খুঁজতে নুরুল ইসলামের বাড়ি যান। এ সময় তিনিই একটি ঘরে বস্তাবন্দী অবস্থায় মেয়ের লাশ দেখেন। পরে পুলিশে খবর দেয়া হয়। মৃত নুরুল ইসলামের স্ত্রী স্কুলশিক্ষক।
Leave a Reply