স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানার বাবা মজিবুর রহমানকে (৫৪) হেরোইনসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত ১০টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মজিবুর রহমান মাটিকাটা ইউনিয়নের উজানপাড়া গ্রামের মৃত আয়েশ উদ্দিনের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার বাবা মজিবুর রহমান হেরোইন বেচা-কেনার জন্য তার এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে বাড়ির সামনে থেকে ৫ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে।
Leave a Reply