1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন

চাঁদকে গ্রেফতার দাবি, রাজপথে মোকাবেলার ঘোষণা লিটনের

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৬৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বিএনপির জনসভায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা আবু সাইদ চাদের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী। পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে হুমকি দেয়ার পর থেকে আওয়ামী লীগ নেতৃবৃন্দের ক্ষোভ বিরাজ করছে। সেই ক্ষোভের সূত্র ধরে জেলা ও উপজেলায় ব্যাপক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও অঙ্গসঠন। তারা অবিলস্বে চাদবেক গ্রেফতারে দাবি জানিয়েছে।

সোমবার (২২ শৈ) বিকেলে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ করা হয়েছে। একটি বিক্ষোভ মিছিল নগরীর রাণিবাজার থেকে শুরু হয়ে সাহেববাজার জিরেপয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব ও সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাসিকের সদ্য সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিল থেকে আবু সাইদ চাঁদের কুশপত্তলিকা দাহ করা হয়।

সমাবেশে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, বিএনপির নেতাকর্মীরা খোলস ছেড়ে আসল রুপ দেখাতে শুরু করেছে। বিএনপির নেতারা অগ্নিসংযোগ, পেট্রোল বোমার রাজনীতি করে। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, বিএনপির রাজনীতি আমরা রাজপাথে মোবাবেলা করতে প্রস্তুত। যেখানে তারা সভা সমাবেশ করবে আমরা সেখানে আমরা প্রতিরোধ গড়ে তুলবো। রাজশাহীর মাটিতে বিএনপির কোনো অপতৎপরতা অপরাজনীতি মেনে নেয়া হবে না। অতিদ্রুত বিএনপি নেতা চাঁদকে গ্রেপ্তারের দাবিও জানানো হয়।

এর আগে, দুপুরে রাসিক নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিতকদের প্রশ্নে উত্তর দেন সদ্য সাবেক মেয়র লিটন। তিনি সাংবাদিকদের বলেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার যে হুমকি দিয়েছে তা রাজপথে রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে। চাঁদ গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি।

এছাড়া পৃথকভাবে বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও চাদের কুশ পুতুল দাহ করা হয়েছে। বিকেলে পুঠিয়ার বানেশ্বরে বিশাল বিক্ষোভ করে জেলা আওয়ামী লীগ। এসময় বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন। এছাড়া জেলার বাগমারায় এমপি এনামুলের নেতৃত্বে বিশাল ব্েিক্ষাভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে নগরীর লক্ষীপুর মোডে বিক্ষোভ সমাবেশ ও আবু সাঈদ চাদের কুশ পুতুল দাহ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট