দেশের ব্যবসায়ীদের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সৎ ও দেশপ্রেমিক ব্যবসায়ীদের চাঁদাবাজ-সন্ত্রাসের কবল থেকে আমরা রক্ষা করব।
তিনি বলেন, আগের আমলে আমরা দেখেছি, গুটি কয়েক ব্যবসায়ী মাফিয়ায় পরিণত হয়েছিল। সেই মাফিয়াদেরকে এখন একটি রাজনৈতিক দল প্রশ্রয় দিচ্ছে, সমর্থন দিচ্ছে। অন্যদিকে আমাদের ক্ষুদ্র, মাঝারি ও খেটে-খাওয়া ব্যবসায়ীরা চাঁদাবাজদের তাড়নায় বেহাল অবস্থায় রয়েছেন।
শুক্রবার (১১ জুলাই) রাতে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণঅভ্যুত্থান অসমাপ্ত রয়ে গেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমরা বলেছি-জুলাই গণঅভ্যুত্থানের কোনো শেষ ছিল না, কোনো সমাপ্তি ছিল না। জুলাই গণঅভ্যুত্থান ছিল নতুন বাংলাদেশের শুরু। ছাত্র, তরুণ ও শ্রমিকের আন্দোলনের শুরু। সেই আন্দোলন আমাদেরকে চলমান রাখতে হবে। আমরা বলে দিতে চাই, নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠায়, গণতন্ত্র, মানবাধিকার এবং ইনসাফ প্রতিষ্ঠায় জাতীয় নাগরিক পার্টি, গণঅভ্যুত্থানের সব ছাত্র-তরুণ এখনও মাঠে রয়েছে। আপনারা যতোই চেষ্টা করেন, যতোই ষড়যন্ত্র করেন আমাদেরকে মাঠ থেকে সরাতে পারবেন না। আমরা মাঠে থাকব-ইনশাল্লাহ।
Leave a Reply