চাঁপাইনবাবগঞ্জ: ককটেল বিস্ফোরণে আহত ফাহমিনা বেগম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফাহমিদা বেগম পৌর এলাকার জিয়ানগর গ্রামের মৃত তবজুল হকের স্ত্রী।
সদর মডেল থানার পুলিশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, ককটেল বিস্ফোরণে গুরুতর আহত অবস্থায় মা ফাহমিনা বেগম ও ছেলে শহিদুল ইসলাম শহিদ (৪৩) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন ছিলেন। এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তার ছেলে শহিদুল ইসলাম শহিদ। মরদেহের সুরতাহাল রিপোর্ট করেছে রাজশাহীর রাজপাড়া থানা।
এদিকে এ ঘটনায় রবিবার সকালে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ-পরির্দশক (এসআই) অমিত কুমার পান্ডে। এ মামলায় মা ও ছেলে দুজনই আসামি ছিলেন। আর অন্য আসমিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এসআই অমিত কুমার পান্ডে।
Leave a Reply