চাঁপাইনবাবগঞ্জের চৌডালায় খেলা করতে গিয়ে বাড়ির পাশে থাকা পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ মে) দুপুরে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের মোমিনপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
মৃত শিশুরা মোমিনপাড়া গ্রামের দাউদ আলীর ছেলে ফাহিম আলী ও মফিজুল ইসলামের মেয়ে ফারজানা খাতুন। ৪ বছর বয়সী ফাহিম ও ৩ বছর বয়সী ফারহানা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।
নিহতের পরিবার, স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল তারা। এসময় পুকুরের ধারে গেলে পড়ে যায়। পরিবারের লোকজন দেখতে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের মধ্য থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব জানান, ফাহিম ও ফারজানা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন। তাদের বাড়ির পাশেই একটি ছোট্ট পুকুর রয়েছে। সেখানে সাধারণত পানি থাকে না। কিন্তু গতকাল সন্ধ্যায় বৃষ্টি হওয়াতে পুকুরে পানি জমা হয়েছে। শুক্রবার দুপুরে খেলাধুলা করতে গিয়ে সেই পানিতে ডুবে যায় তারা।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, পুকুরের পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় গোরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
Leave a Reply