চাঁপাইনবাবগঞ্জ : সদর উপজেলার পৌর এলাকার শিয়ালা গাবতলা এলাকায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টায় জমি জায়গা নিয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাই ছোট ভাইকে খুন করে।
নিহতের নাম মো. গোলাম মোর্শেদ মিলন (৪০)। অভিযুক্ত ঘাতক ভাইয়ের নাম অ্যাডভোকেট ইলিয়াস হোসেন। তারা দুইজন ভাই এবং মো. গোলাম মোস্তফার ছেলে।
সদর মডেল থানার পুলিশ এ তথ্য নিশ্চিত করে জানায়, প্রাথমিক তদন্তে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় ও জমিজমার ভাগ বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল মো. গোলাম মোর্শেদ মিলন ও অ্যাড. ইলিয়াস হোসেনের মধ্যে। বুধবার রাত ৯টায় তাদের বিভিন্ন বিষয়গুলো তাদের চাচা মীমাংসার চেষ্টা করেন।
এসময় ছোট ভাইয়ের প্রতি ক্ষোভের বশবর্তী হয়ে বড় ভাই মো. ইলিয়াস হোসেন (সিভিল আইনজীবী) তার ছোট ভাই গোলাম মোর্শেদ মিলনকে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে রাখা হয়েছে।
Leave a Reply