চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের দুদিন পর শৌচাগারের ট্যাংকির ভেতর থেকে মো. আলহাজ (১৪) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার হরিশপুর গুচ্ছগ্রামে এই লাশ উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থী হরিশপুর মহলদারপাড়া গ্রামের মো. বাবলুর ছেলে এবং নরেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। গত শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে সে বাড়ি থেকে নিখোঁজ হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত থেকে নিখোঁজ হয় আলহাজ। এরপর থেকেই পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও আশেপাশের এলাকায় তাকে খুঁজলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে স্থানীয়রা রোববার আশ্রয়ন প্রকল্পের গুচ্ছগ্রামে ট্যাংকি খুললে মরদেহটি দেখতে পায়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। -ঢাকা পোস্ট
Leave a Reply