স্টাফ রিপোর্টার, চারঘাট: রাজশাহীর চারঘাটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন।শুক্রবার বিকেলে বানেশ্বর-চারঘাট মহাসড়কে উপজেলার নাওদাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পুঠিয়া উপজেলার চিতলপুকুর এলাকার তজিবর রহমানের ছেলে মো. অনিক (১৮) এবং একই এলাকার আমিনুল ইসলামের ছেলে মো. মুরাদ (১৭)।
চারঘাট থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানায়, বানেশ্বর-চারঘাট মহাসড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগলে মোটরসাইকেলের চালক অনিক ঘটনাস্থলেই নিহত হন।
ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর অবস্থায় মুরাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।
Leave a Reply