রেনেসাঁস নিউজ ডেস্ক : দেশের চার বিভাগ- রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব বিভাগের কোথাও কোথাও আজ ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার (২৭ জুন) সকালে এই পূর্বাভাসের কথা জানায় সংস্থাটি। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর (বর্ষা) সক্রিয়তা কমে যাওয়ায় গত কিছুদিন ধরে সারাদেশে বৃষ্টির প্রবণতা কম।
রবিবার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কম-বেশি সব বিভাগেই বৃষ্টি হয়েছে। এখন আবার বৃষ্টির প্রবণতা বাড়ছে। গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি ১০৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
এদিকে, গত কিছুদিন ধরে রাজধানী প্রায় বৃষ্টিহীন। সোমবার সকাল থেকেই ঢাকার আকাশে রোদ-মেঘের খেলা। তবে মেঘের চেয়ে রোদের আধিপত্যই বেশি। বৃষ্টি কমে যাওয়ায় ঢাকায় বাড়ছে গরম।
সূত্র : জাগো নিউজ
Leave a Reply