1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন

চুরির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, নিহত ১

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১২০ বার পড়া হয়েছে
প্রতিকী ছবি

দেশজুড়ে ডেস্ক : দিনাজপুর সদর উপজেলায় চুরির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে সংঘর্ষে রাজু নামে (২৪) এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন- সদর উপজেলার ডাঙ্গা এলাকার সেলিম ও মাঝাডাঙ্গার পূর্বপাড়ার শহীদ ও শাকিল।

শনিবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের বাঙ্গীবেচা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু চিরিরবন্দর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে। তিনি সদর উপজেলার রাজা পাড়া গ্রামের গবরা পাড়ায় নানার বাড়িতে থাকেন। কোতোয়ালী থানার পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার সকাল থেকে রাজুর সঙ্গে ওই এলাকার কয়েকজনের চুরির টাকা নিয়ে দ্বন্দ্ব চলছিল। সন্ধ্যার পর রাজুর কয়েকজন বন্ধু তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে রাত সাড়ে ৯টার দিকে বাঙ্গীবেচা ব্রিজের নিচে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অপরপক্ষের লোকজন রাজু ও তার বন্ধুদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এসময় তারা রাজুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
সংঘর্ষে রাজু ছাড়াও দুইপক্ষের আরও তিনজন আহত হয়। স্থানীয়রা রাজুকে উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট