স্টাফ রিপোর্টার: ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী জেলা যুবলীগ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।
রবিবার (১৩ আগস্ট) জেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলী আজম সেন্টু এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কর্মসূচীর মধ্যে রয়েছে, ১৫ আগস্ট সূর্যদয়ের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হবে। দিনব্যাপি মাইকযোগে কুরআন তেলওয়াত শোনানো হবে। এদিন সকাল সাড়ে ১০টায় নগরীর লক্ষীপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হবে। এছাড়া বেলা দেড়টার দিকে শহীদদের স্মরণে দোয়া এবং অসহায়-দু:স্থদের মাঝে খাবার বিতরণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
Leave a Reply