স্টাফ রিপোর্টার : এইচএসসি ও সমমানের পরীক্ষায় রাজশাহী কলেজ থেকে এ বছর জিপিএ-৫ পেয়েছে ৪৫৩ শিক্ষার্থী । এছাড়া দেশ সেরা এই কলেজে শতভাগ পাস করেছে শিক্ষার্থীরা।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ প্রশাসন ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল খালেক। ঘোষাণা শেষে শিক্ষার্থীদের মিষ্টি মুখ করান অধ্যক্ষ।
এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় রাজশাহী কলেজ থেকে মোট পরীক্ষার্থী ছিল ৪৭০ জন। বিজ্ঞান শাখা থেকে ২৭৬ জন, মানবিক শাখা থেকে ১০৪ এবং বাণিজ্য শাখা থেকে ৯০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
এর মধ্যে জিপিএ- ৫ পেয়েছে ৪৫৩ শিক্ষার্থী এবং এ গ্রেড পেয়েছে ১৭ জন। বিজ্ঞান শাখা থেকে ২৭৬ জন, মানবিক শাখায় ৯৯ এবং বানিজ্য শাখা থেকে ৭৮ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল খালেক বলেন, আমদের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। করোন মহামারি ও বন্যা পরিস্থিতিতে পরীক্ষার তারিখ পরিবর্তনে তাদের ওপর প্রভাব পড়েছিল। কিন্তু তারপরও শিক্ষার্থীরা ভালো ফল করেছে। দেশ সেরা কলেজের ধারাবাহিক সাফল্য শিক্ষার্থীরা ধরে রেখেছে। তাদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজশাহী শিক্ষা বোর্ডে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় পাশের হার দাঁড়িয়েছে ৮১ দশমিক ৬০ শতাংশ। গত বছরের চেয়ে পাশের হার কমেছে ১৫ দশমিক ৬৯ শতাংশ।
Leave a Reply