স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে বাঘা উপজেলায় (৯ নম্বর ওয়ার্ড) ১২০ ভোটের মধ্যে দুই সাধারণ সদস্য প্রার্থী কোনো ভোট পাননি। তারা হলেন- টিউবওয়েল প্রতীকের আব্দুস সালাম ও হাতি প্রতীকের প্রার্থী শাহিন মণ্ডল। সোমবার (১৭ অক্টোবর) বাঘা ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. রোকুনুজ্জামান এই ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে জানা গেছে, বাঘা উপজেলায় সাধারণ সদস্য পদে ৭২ ভোট পেয়ে তালা প্রতীকের প্রার্থী মইদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মতিন (উট পাখি ) পেয়েছেন ৪৩ ভোট, আফতাব আলী (বৈদ্যুতিক ফ্যান) পেয়েছেন পাঁচ ভোট। এছাড়া দুই প্রার্থী আব্দুস সালাম ও শাহিন মণ্ডল কোনো ভোট পাননি।
সংরক্ষিত ওয়ার্ডে জয় জয়ন্তী সরকার মালতি হরিণ প্রতীকে ৭০ ভোট পেয়েছেন। এছাড়া সাজেদা বেগম (দোয়াত কলম) পেয়েছেন ৩৯ ভোট, মর্জিনা বেগম (টেবিল ঘড়ি) পেয়েছেন ছয় ভোট, মনোয়ারা বেগম (মাইক) পেয়েছেন তিন ভোট ও ফারজানা ইয়াসমিন সাথী (ফুটবল) পেয়েছেন দুই ভোট। কোনো ভোট পাননি ময়না খাতুন (মই)।
ওই কেন্দ্রে চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল হোসেন কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ৭১ ভোট এবং আখতারুজ্জামান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪৯ ভোট। সাধারণ সদস্য পদের প্রার্থী আবদুস সালামের কাছে কোনো ভোট না পাওয়ার বিষয়ে জানতে চাইলে বলেন, কোনো টাকা খরচ করতে না পারায় কেউ ভোট দেয়নি।
এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুল আলম বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়ায় সুন্দর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। যেহেতু এই নির্বাচনে প্রার্থীর নিজের ভোট দেওয়ার সুযোগ থাকে না তাই কোনো প্রার্থী শূন্য ভোট পেতে পারেন। এটি অস্বাভাবিক কিছু না।
Leave a Reply