স্পোর্টস ডেস্ক: বৃষ্টির শঙ্কা কাটিয়ে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-দ. আফ্রিকা ম্যাচ। টসে একটু দেরি হয়েছে বৃষ্টির কারণে। তবে সেটা মিনিট চারেকের বেশি নয়। টসে হেরেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা টস জিতে নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত।
এবারের বিশ্বকাপের গ্রুপ ২-এ বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছে নেদারল্যান্ডসকে। যার ফলে বর্তমানে ২ পয়েন্ট নিয়ে অবস্থান করছে গ্রুপের শীর্ষে। ওদিকে দক্ষিণ আফ্রিকা একই দিনে পুড়েছে আশাভঙ্গের বেদনায়। জিম্বাবুয়ের বিপক্ষে যখন দলটি জয় থেকে ১৩ রান দূরে, তখনই বৃষ্টির বাগড়ায় বন্ধ হয়ে যায় খেলা। ম্যাচটা হয় পরিত্যক্ত, ১টি করে পয়েন্ট যায় দুই দলের খাতায়!
Leave a Reply