স্পোর্টস ডেস্ক : বাংলাওয়াশ ত্রিদেশীয় সিরিজে আগামীকাল (১৩ অক্টোবর) নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ পাকিস্তান। সিরিজে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে তিনটাতেই হেরে গেছে সাকিব আল হাসানের দল।
তবুও পাকিস্তানের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামার আগে আশাবাদী সাকিব। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ হারের পর প্রেজেন্টেশনে সাকিব পাকিস্তান ম্যাচকে ঘিরে বলেন, ‘আমরা আগামীকাল অবশ্যই জেতার জন্য নামব। টসের সময়ই বলছিলাম, এখান থেকে একটি ম্যাচ জিততে পারলে সেটি আমাদের অনেক মোমেন্টাম দেবে। যা আমরা চাই। তাই আগামীকালের ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ।’
সাকিব এছাড়া আরও যোগ করেন, ‘আমার মনে হয় (বিশ্বকাপে সঠিক কম্বিনেশন থেকে) আমরা খুব একটা দূরে নই। আমার মতে এক-দুইটি জায়গায় হয়তো পরিবর্তন আনতে হবে। সত্যি বলতে আমাদের হাতে বেশি বিকল্পও নেই। আমাদের জানা আছে বিশ্বকাপে ঠিক কী নিয়ে যাবে দলটি। আমরা কিছু ম্যাচ দেখলাম। সবাইকে একটি করে ম্যাচ খেলানো হলো, যাতে বুঝতে পারি বিশ্বকাপে সেরা কম্বিনেশন কী হতে পারে।
যদি আমাদের তিনটি ম্যাচের দিকে তাকান, একই প্যাটার্ন খুঁজে পাবেন। দশ ওভারের পর আমরা নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছি। প্রতি দুই ওভারে একটি করে উইকেট পড়ছে। এটি আমাদের মোটেও সাহায্য করছে না। এমন হলে মোমেন্টাম পাওয়া যায় না। রান তাড়ার ক্ষেত্রে তখন রান তাড়ার চিন্তা না করে ইনিংস গড়ার দিকে মন দিতে হয়।’
Leave a Reply