1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
বুধবার, ০৭ মে ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন

টিপ সরিয়ে তারকাদের প্রতিবাদ

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৫৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: সামাজিক মাধ্যমজুড়ে ছড়িয়ে পড়েছে নারীদের কপালের বাঁকা টিপের সেলফি। এতে তারকারাও অংশগ্রহণ করছেন। এতে যোগ দিয়েছেন অভিনেত্রী তিশা, জয়া আহসানসহ আরও অনেকে।

প্রায় সবারই পোস্টে থাকছে একই বার্তা, সাথে হ্যাশট্যাগে জুড়ে দিচ্ছেন ‘অড ডট সেলফি’।

জানা গেছে, বাংলাদেশে নারী নির্যাতনের প্রতিবাদ জানাতেই এমন ক্যাম্পেইনে অংশ নিচ্ছেন তারকারা। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে ঘিরে জনমত গড়ে তুলতে চলছে এই ক্যাম্পেইন। সবাই যে বার্তাটি শেয়ার করছেন সেটা হলো, বাংলাদেশে প্রতি তিনজনে একজন নারী ঘরে-বাইরে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু সেই অনুপাতে এটা নিয়ে তেমন কোনো প্রতিবাদ হয় না। কারণ আমাদের সমাজে নারীদের শেখানোই হয় নীরবে সহ্য করতে। কিন্তু আমরা চাই, এই ট্যাবু ভেঙে আওয়াজ তুলুক প্রতিটি নারী। কারণ, চুপ না থেকে কথা বললেই কেবল সম্ভব এসব সহিংসতা বন্ধ করা। আর তাই নারী নির্যাতনের প্রতিবাদ হিসেবে অড ডট সেলফি; যেখানে প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নেওয়া হয়েছে নারীর সাজের চিরায়ত সঙ্গী কপালের টিপ।

ক্যাম্পেইনের বার্তা শেয়ার করার পাশাপাশি সব নারীকে এই প্রতিবাদে অংশ নেওয়ার আহবান জানিয়েছেন তারকারা।

অভিনেত্রী তিশা লিখেছেন, কপালের এই টিপ মাঝখানে না পরে আশপাশে সরিয়ে দিয়ে সেলফি তুলে হ্যাশট্যাগ অড ডট সেলফি লিখে ছবি শেয়ার করুন সোশ্যাল মিডিয়ায়, আর আপনিও যোগ দিন এই প্রতিবাদে। অন্যদেরকেও এই প্রতিবাদে অংশগ্রহণ করার আহবান জানান।

অড সেলফি দিয়ে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বলেছেন, কপালে টিপ দিয়ে আমরা নারীরা নিজেদের শোভন করে তুলি। সোশ্যাল মিডিয়ায় আমাদের টিপ পরা হাসি হাসি মুখের ছবিতে লাইক পড়তে থাকে। কিন্তু ঘরের ভেতরেও কি আমাদের সবার ছবিটা এই রকম? দেশে প্রতি তিনজন নারীর একজন সহিংসতার শিকার হচ্ছে। রক্তে মেখে যাচ্ছে তাদের শোভন সৌন্দর্য। স্খলিত হয়ে পড়ছে টিপ। মানুষ হিসেবে তাদের মর্যাদা খসে পড়ছে। আসুন, আমরা নারী নির্যাতনের প্রতিবাদ করি।

অভিনেত্রী জাকিয়া বারী মম বলেছেন, প্রতিবছর নারীর প্রতি সহিংসতা যেন বেড়েই চলেছে! এখন আর নীরব থাকার সময় নেই। এখন প্রতিবাদ জানানোর সময়। নারী নির্যাতনের বিরুদ্ধে আমার প্রতিবাদের ভাষা হ্যাশট্যাগ অড ডট সেলফি! আসুন, আমরা সবাই মিলে প্রতিবাদে যোগ দিয়ে রুখে দিই নারীর প্রতি সহিংসতা।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট