1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
বুধবার, ০৭ মে ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন

টিলা ধসে এক পরিবারের ৪ জনের মৃত্যু

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৪৮৯ বার পড়া হয়েছে

দেশজুড়ে ডেস্ক : সিলেটের জৈন্তাপুর উপজেলায় টিলা ধসে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ছয় জন। সোমবার (৬ জুন) ভোর ৫টায় উপজেলার চিতনাগুল ইউনিয়নের পূর্ব সাতজনি গ্রামে এ ঘটনা ঘটে। জৈন্তাপুর থানার ডিউটি অফিসার এসআই হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

মৃতরা হলেন—জুবের আহমদ (৩৫), তার স্ত্রী সুমি বেগম (৩০), তাদের ৫ বছর বয়সী ছেলে সাফি আহমদ এবং ওই পরিবারের সদস্য মাওলানা রফিক আহমদের স্ত্রী সামিরা বেগম (৫৮)। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সিলেটের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, ‘পাহাড়ের অংশ কেটে কাঁচা ঘরটি নির্মাণ করা হয়। বৃষ্টিপাতের কারণে ভোরে মাটি ধসে ঘরের ওপর পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় চার জনের মৃত্যু হয়।’

তিনি জানান, লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো। আহতদের উদ্ধার করে একই হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট