দেশজুড়ে ডেস্ক : গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক ট্রাকের চাপায় প্রাণ গেছে দিলীপ সিং (৫০) নামে আরেক ট্রাকের চালকের। বৃহস্পতিবার ভোরে নগরীর পোড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনায় নিহত দিলীপ সিংয়ের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা থানার লক্ষ্মীখোলা এলাকায়।
সদর থানার পুলিশ জানায়, পোড়াবাড়ি এলাকায় মহাসড়কের পাশে ট্রাক থামিয়ে চা খেতে দোকানে গিয়েছিলেন দিলীপ। চা খেয়ে রাস্তা পার হয়ে নিজের ট্রাকে ওঠার সময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দিলীপ নিহত হন। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি ফেলে চালক পালিয়ে যায়। দিলীপের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply