স্টাফ রিপোর্টার, রাবি: ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আবু সায়েদ ওসামা নামে রাজশাহী বিশ্বিদ্যালয়ের (রাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) এক ছাত্র নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা আরও দুজন আহত হয়েছেন।
রবিবার বিকেলে গোদাগাড়ী থানার চাপাল এলাকায় রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জ হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সায়েদ ওসামা চন্দ্রিমা থানার মেহেরচন্ডী গ্রামের আব্দুস সালামের ছেলে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম. তারেক নূর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে ওসামাসহ ৩ জন মোটরসাইকেলযোগে রাজবাড়ীহাট যাচ্ছিলেন। পথে একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক ওসামাসহ ৩ আরোহী গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮নং ওয়ার্ডে ভর্তি করেন।পরে চিকিৎসাধীন অবস্থায় ওসামার মৃত্যু হয়।
Leave a Reply