ফরিদপুরে রেলগেট পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ জন নিহত হয়েছেন। জানা গেছে নিহত ও আহত ব্যক্তিরা একই পরিবারের স্বজন। লাশগুলো ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত দুজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের মুন্সিবাজার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা ফরিদপুরের সদরপুর চন্দ্রপাড়ায় মেয়ে দেখতে যাচ্ছিলেন।
নিহতরা হলেন, নারায়ণগঞ্জ জেলা সদরের ভূঁইয়া বাড়ির লিটন চৌধুরী, তার স্ত্রী ফাহমিদা শারমিন, মেয়ে সাজু, লিটন চৌধুরী শ্যালকের স্ত্রী আতিফা ও তাদের আত্মীয় রিন্টু।
মঙ্গলবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন নিহত লিটন চৌধুরীর মেয়ে তাসরি (২২) জানান, বিয়ের জন্য মেয়ে দেখতে নারায়ণগঞ্জের ভূঁইয়া বাড়ি থেকে সদরপুর উপজেলার চন্দ্রপাড়ায় যাচ্ছিলেন। তবে তারা কার বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছিলেন সেটা জানা সম্ভব হয়নি।
গাড়িতে তার বাবা লিটন চৌধুরী, মা ফাহমিদা শারমিন মনু, তাদের মেয়ে সাজু, শ্যালকের স্ত্রী আতিফা, রিন্টু, শালিকা অরিন ও ড্রাইভার নাজমুল হাসানসহ ৮ জন ছিলেন। এর মধ্যে বাবা লিটন চৌধুরী, মা ফাহমিদা শারমিন মনু, বোন সাজু, তার মামী আতিফা ও আত্মীয় রিন্টু মারা গেছে।
এ ব্যাপারে ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলে তিনজন মারা যায়। আহতদের হাসপাতালে নেওয়ার পরে আরো দুইজন মারা গেছে বলে জানতে পেরেছি।
নিহত ও আহতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মাইক্রোবাসটিতে সাতজন যাত্রী ছিল।
Leave a Reply