দেশজুড়ে ডেস্ক : খুলনা নগরীর শিরোমনি এলাকায় ট্রেনের ধাক্কায় আব্দুল আজিজ (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তিনি রেললাইনের পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
খুলনা রেলওয়ে থানার পুলিশ জানায়, সোমবার দুপুরে খানজাহান আলী থানার শিরোমণি হাফেজিয়া মাদ্রাসাসংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ ওই এলাকার আতিয়ার রহমানের ছেলে এবং খুলনার আযম খান সরকারি কমার্স কলেজের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। সোমবার দুপুরে খুলনা থেকে ছেড়ে যাওয়া বেনাপোলগামী বেতনা এক্সপ্রেসের ধাক্কায় আবদুল আজিজ ঘটনাস্থলেই নিহত হন।
রেলওয়ে পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। স্থানীয়রা জানান, আবদুল আজিজ ওই রেললাইনের পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। ট্রেন আসতে দেখে আশপাশের লোকেরা তাকে সতর্ক করার চেষ্টা করলেও তিনি শুনতে পাননি।
Leave a Reply