সিরাজগঞ্জ : জেলা পরিষদের ডাকবাংলোর নিজ কক্ষ থেকে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সুরজিৎ মজুমদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহরের পৌরসভা রোডের জেলা পরিষদ ডাকবাংলোর রেস্ট হাউসের বি-১/১০৪ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সুরজিৎ মজুমদার পাবনা বিজ্ঞান কলেজ রোড এলাকার সুধীর চন্দ্র মজুমদারের ছেলে। তিনি জেলা পরিষদের ডাকবাংলোর ওই কক্ষে একাই বসবাস করতেন। বিষয়টি নিশ্চিত করে সদর থানার পুলিশ জানায়, প্রতিদিনের মতোই রাতে নিজ কক্ষে ঘুমাতে যান সুরজিৎ। আজ সকাল সাড়ে ৯টার দিকে ঘরের ভেতরে ঝুলন্ত মরদেহ দেখে ডাকবাংলোর কেয়ারটেকার শাহিন মিয়া পুলিশকে খবর দেয়।
পুলিশ আরও জানায়, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে গলায় ফাঁসের রশির দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহের সুরুতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply