স্টাফ রিপোর্টার: রাজশাহীতে গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ। ফলে তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন ।
আজ শুক্রবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় আপাতত তাপমাত্রা কমছে না বলে জানিয়েছেন আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রাজিব খান।
আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্র জানায়, টানা এক সপ্তাহ ধরে রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। এর আগে, গত বুধবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ১ ডিগ্রি, গত সোমবার ও মঙ্গলবার ছিল ৩৮ দশমিক ৬ ডিগ্রি, গত রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ১ ডিগ্রি, শনিবার ৩৮ ডিগ্রি ও শুক্রবার তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
ব্যাটারিচালিত অটোরিকশা চালক সাইফুল ইসলাম বলেন, রাজশাহীতে দুই শিফটে লা-সবুজ গাড়ি চলে। তাই উপায় নেই। যতই রোদ হোক না কেন অটোরিকশা চালাতেই হবে। না হলে শুধু শুধু ভাড়ার টাকা দিতে হবে। পাকা সড়ক আগুনের মতো গরম হয়ে আছে। অটো চালালে গায়ে বাতাস লাগছে, কিন্তু গা ঘেমে যাচ্ছে।
আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রাজিব খান বলেন, রাজশাহীতে বৃষ্টি ছাড়া তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।
Leave a Reply