1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন

দক্ষ জনবল বাড়াতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রয়োজন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

কর্মসংস্থানে দক্ষ জনবল বাড়াতে আইসিটিখাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। তা না হলে প্রতি বছর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করা লক্ষাধিক শিক্ষার্থীকে তাদের কর্মক্ষেত্রে সম্পৃক্ত করা যাবে না। মূলত কর্মসংস্থান বাড়াতে দেশের বাজারকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে হবে।

শনিবার (৯ নভেম্বর) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স (ডিসিসি) সম্মেলন কেন্দ্রে ‘তথ্যপ্রযুক্তি শিল্পের প্রবৃদ্ধির জন্য করণীয়’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা।

ডিসিসিআই সভাপতি মোঃ আশরাফ আহমেদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহাম্মাদ জাকির হাসান, সাবেক বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির, ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক লিয়াকত আলী, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান।

সেমিনারে বক্তারা জানান, দেশে বর্তমানে সাড়ে তিন লাখের মতো আইটিকর্মী রয়েছে। তাদের অধিকাংশ বিভিন্ন ডিজাইন বেইজড কাজ করে। কিন্তু সেবা ভিত্তিক হলে প্রবৃদ্ধি বাড়বে। তাই মাইক্রোচিপ ডিজাইনের পাশাপাশি ডিভাইস ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম গড়ে তোলা এবং আইওটি, এআই এর মতো বিষয়ে এগিয়ে যেতে হবে। এজন্য নীতি পূনর্মূল্যায়ন, দক্ষতা অর্জনে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এজন্য রফতানি বাড়ানো, নতুন প্রযুক্তি নির্ভর উদ্যোগ গ্রহণ, স্থানীয় বাজার প্রবৃ্দ্ধি এবং সুলভ অর্থায়ন নিশ্চিত করতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট