জাতীয় ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ফায়ার ফাইটার রবিন মিয়া (২২) ও গাউসুল আজমকে (২২) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়েছে। এছাড়া নজরুল মন্ডল (৩৮) নামে আরও একজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।
সোমবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে তাকে শেখ হাসিনা বার্নের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন ঢাকা পোস্টকে বলেন, বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় সকালে নজরুল ইসলাম মন্ডল নামে আরও একজন এখানে এসেছে। তার শরীরের ২০ শতাংশ ফ্লেইম বার্ন হয়েছে।
তিনি বলেন, রাতেই ফায়ার ফাইটার রবিন মিয়া ও গাউসুল আজমকে আইসিইউতে পাঠানো হয়েছে। রবিন মিয়ার শরীরের ৬০ শতাংশ ফ্লেইম বার্ন ও শ্বাসনালীতে ক্ষত হয়েছে। গাউছুল আজমের শরীরের ৭০ ফ্লেইম বার্ন রয়েছে। এছাড়া এ কে এম মাকফারুল ইসলামকে মেল এইচডিইউতে রাখা হয়েছে। এখন পর্যন্ত আমাদের এখানে ১৫ জন এসেছেন। তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছে।
Leave a Reply