দিনাজপুর: বিরল উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ঘরে মিলেছে দুই ভাইয়ের মরদেহ। শুক্রবার (২৫ নভেম্বর) সকালে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দুই শিশু হলো- শংকরপুর ঘোড়ানীর গ্রামের শরিফুল ইসলামের ছেলে ইমন (৭) ও ইমরান (৩)।
বিরল থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, মরদেহ দুটির সুরতহাল তৈরি করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে আসল ঘটনা জানা যাবে। এছাড়া এলাকাবাসী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ করে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
Leave a Reply